পুবের কলম প্রতিবেদকঃ বিশ্বের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের নামকরণ করা হল সেখানকারই এক খ্যাতিমান প্রাক্তনীর নামে। তিনি আর কেউ নন, ভারতের প্রধান ওষুধ প্রস্তুতকারক সিপলার নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান ড. ইউসুফ হামিয়েদ। সম্প্রতি কেমব্রিজের ওয়েবসাইটে এই ঘোষণা করা হয়। ২০৫০ সাল পর্যন্ত কেমব্রিজের রসায়ন বিভাগ পরিচিত হবে ‘ইউসুফ হামিয়েদ ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি’ নামে। ইউসুফ ও তাঁর কোম্পানি যেভাবে উদারভাবে জনস্বার্থে কাজ করেছে, তারই স্বীকৃতিস্বরুপ এই উপহার।
বিশ্বের অন্যতম সেরা এই বিশ্ববিদ্যালয়টি শিক্ষা ও গবেষণায় যেভাবে পথ দেখিয়েছে সারাবিশ্বকে, তারই একটি নিদর্শন ড. ইউসুফ। তিনি যেভাবে নিজের প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করেছেন, তারই স্বীকৃতি এই নামকরণ। কেমব্রিজের রসায়ন বিভাগের প্রধান জেমস কেলার এ প্রসঙ্গে জানিয়েছেন, ডক্টর হামিয়েদ কেমব্রিজের রসায়ন বিভাগে যে সহায়তা করেছেন তা ভবিষ্যতে আরও অনেক দুয়ার খুলে দেবে। এর জন্য আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। তাঁর উপহার অসাধারণ বিজ্ঞানীদের আকর্ষণ করবে এবং আমরা বিশ্বের বহু চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারব। তাঁর উপহার বলতে এখানে তিনি যে তহবিল দান করেছেন কেমিস্ট্রি বিভাগে সেটা যেমন বোঝানো হচ্ছে, তেমনি তিনি যেভাবে মানুষের সেবা করে চলেছেন সেটাও উল্লেখ করা হয়েছে। তাঁর দান করা টাকা দিয়ে হামিয়েদ স্কলার্স প্রোগ্রাম চালু করা হবে বিশ্ববিদ্যালয়ে। ড. ইউসুফ এই সম্মান লাভের পর জানিয়েছেন, কেমব্রিজ আমাকে রসায়ন নিয়ে মৌলিক শিক্ষা দিয়েছিল। অনেক কিছু শিখেছি আমি এখান থেকে। কীভাবে সমাজের উপকার করতে হয় তার শিক্ষা তারাই দিয়েছিল। আমিও বৃত্তি নিয়ে পড়াশোনা করেছি। আমার দানের অর্থসাহায্যে ভবিষ্যতে আরও বহু গবেষক তৈরি হবে। এটা করতে পেরে আমি খুবই আনন্দিত। আমি চিরকাল আমার প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞ ও ঋণী হয়ে থাকব।
একটি মন্তব্য পোস্ট করুন