দেবশ্রী মজুমদার, রামপুরহাট, ০৪ ডিসেম্বর: আলু ও পেঁয়াজের মত নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামলো কংগ্রেস।
হাঁসন বিধায়ক মিল্টন রসিদের নেতৃত্বে জাতীয় কংগ্রেস রামপুরহাট ভাঁড়শালা বাজার মোড়ে একটি পথসভা ও মিছিল করে।
মিল্টন রসিদ এদিন রাজ্য ও কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করেন।
দ্রব্য মূল্য বৃদ্ধি ইস্যুতে মিল্টন কেন্দ্র সরকারকে কটাক্ষ করে বলেন, আমরা জাত চাই না, ভাত চাই। আমরা জাত চাই না, চাকরি চাই। কংগ্রেস যখন কেন্দ্রে ছিল, তখন দ্রব্য মূল্যের বৃদ্ধির ফলে মানুষের এমন ভাবে নাভিশ্বাস ওঠে নি। চাকরির জন্য টাকা দিতে হয় নি। এভাবে এম এল এ এবং এমপি কেনাবেচা করতে হয় নি। আগামী ৯ ডিসেম্বর এই দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে গোটা জেলায় ব্লকে ব্লকে স্মারকলিপি জমা দেবেন কংগ্রেস কর্মীরা।
একটি মন্তব্য পোস্ট করুন