পুবের কলম ওয়েব ডেস্কঃঅ্যান্টার্কটিকাই এতদিন একমাত্র মহাদেশ ছিল, যেটি করোনো-ভাইরাস মহামারির প্রকোপ থেকে মুক্ত ছিল। কিন্তু এবার অ্যান্টার্কটিকাতেও করোনা আক্রান্তের খোঁজ মিলল। চিলির গবেষণাগারে ৩৬ জনের শরীরে করোনার হদিস মিলেছে। এই ৩৬ জনের মধ্যে চিলির ২৬ জন সেনাবাহিনী এবং ১০ জন রক্ষণাবেক্ষণ কর্মী। সোমবার স্পেনের এক সংবাদমাধ্যমের রিপোর্ট উল্লেখ করে ‘দ্য গার্ডিয়ান’-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল বার্নার্ডো ও হিগিন্স রিকেলমে রিসার্চ সেন্টারে এই সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তদের প্রত্যেককেই উদ্ধার করে চিলের পুন্টা আরেনায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তরা সকলেই স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে জানা যায়। ওই রিপোর্টে চিলির এক সেনাবাহিনী বলেছিল প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য ধন্যবাদ। ইতিমধ্যেই করোনার সংক্রমণ রুখতে অ্যান্টার্কটিকার সমস্ত বড় বড় গবেষণাকেন্দ্র গুলিকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত রিসার্চের কোনও কাজ হবে না বলে জানানো হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন