পুবের কলম প্রতিবেদক: রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা মামলায় সময় চাইল রাজ্য সরকার। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ছিল। প্রসঙ্গত, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল একাধিকবার রায়ে কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা মেটানোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল। কিন্তু, তারপরেই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন জানায় রাজ্য। সেই মামলারই এদিন শুনানি ছিল। অন্যদিকে, এরই মধ্যে বৃহস্পতিবার রাজ্য সরকারের পক্ষ থেকে কর্মীদের ৩ শতাংশ ডি এ আগামী জানুয়ারিতে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু, তাতে সন্তুষ্ট নন সরকারি কর্মীরা। তাদের বক্তব্য, স্যাটের যে নির্দেশ ছিল সেইমতোয় মহার্ঘভাতা দিয়ে দিতে হবে। এদিন সরকারি কর্মীদের পক্ষে আদালতে সওয়াল করেন আইনজীবী ফিরদৌস সামিম। আগামী ১৫ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।
একটি মন্তব্য পোস্ট করুন