পুবের কলম প্রতিবেদক: ‘আমলাদের কর্তব্য হল নাগরিকদের জন্য কাজ করা। সততা এবং স্বচ্ছতা বজায় রেখে তাঁদের সমস্ত কাজ করা উচিত।’ কোচবিহারের একটি ল’ কলেজের মামলায় এভাবেই ওই জেলার জেলাশাসককে নিজের কর্তব্য এবং দায়িত্বের কথা মনে করিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সঞ্জীব ব্যানার্জির ডিভিশন বেঞ্চের নির্দেশে সোমবার এজলাস কক্ষে সোমবার সশরীরে হাজিরা দেন কোচবিহারের জেলাশাসক পবন কাডিয়ান। এরপরেই তাঁর ভুলভ্রান্তি ধরিয়ে দিয়ে তুলোধনা করেন বিচারপতি সঞ্জীব ব্যানার্জি।
আদালত সূত্রে জানা যায়, কোচবিহারের মাটিকাটা এলাকায় বেআইনিভাবে একটি ল’ কলেজ নির্মাণের অভিযোগ ওঠে। মামলাকারীদের অভিযোগ, সেখানে একটি বি এড কলেজকে বেআইনিভাবে ল’ কলেজ বানানো হয়েছে। এর ভিত্তিতে হাইকোর্ট ওই জেলাশাসককে সেখানে গিয়ে খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু, হাইকোর্টের নির্দেশমতো কাজ না করায় তাঁকে ডেকে পাঠায় বিচারপতি সঞ্জীব ব্যানার্জির ডিভিশন বেঞ্চ। এদিন মামলার শুনানির সময় ওই জেলাশাসককে ভর্ৎসনা করে হাইকোর্ট। ডিভিশন বেঞ্চের ভর্ৎসনার মুখে পড়ে নিজের ভুল স্বীকার করে শেষে ক্ষমা চান ওই জেলাশাসক।
একটি মন্তব্য পোস্ট করুন