পুবের কলম প্রতিবেদক: দেশের সংবিধান সব মানুষকে অন্ন,বস্ত্র ও বাসস্থানের অধিকার দিয়েছে। তাই রেল চত্ত্বর থেকে হকারদের সরিয়ে দিয়ে জীবিকা কেড়ে নেওয়া যাবে না। করোন,বিধি মেনে হকারদের ব্যবসা করতে দিতে হবে। সোমবার শিয়ালদায় হকারদের সমাবেশে রেলের উদ্দেশ্যে এমনই হুঁশিয়ারি শোনালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন।
প্রসঙ্গত, লকডাউনের সময় থেকে প্রায় আট মাস ধরে রেল চলাচল বন্ধ থাকার ফলে হকারদের আর্থিকভাবে সংকটে পড়তে হয়েছে। অভিযোগ, সম্প্রতি রেল চালু হলেও হকারদের স্টেশন বা প্ল্যাটফর্মে প্রবেশ করতে দিচ্ছে না রেল,পুলিশ ও জিআরপি। নানাভাবে আটকানো হচ্ছে। করোনা,বিধি মেনে হকারদের হকারি করতে দেওয়া হোক, এই দাবিতে সোমবার সমাবেশ করে তৃণমূল কংগ্রেস সমর্থিত হকার ইউনিয়ন। ওই সমাবেশে দোলা সেন ছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মনা চক্রবর্তী, বাপি ঘোষ, রাজেশ খান্না প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন