পুবের কলম প্রতিবেদকঃব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষের দ্রুত সমস্যার সমাধান করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'দুয়ারে দুয়ারে প্রশাসন' কর্মসূচির ঘোষনা করেন। সেই মত মঙ্গলবার থেকে জেলার একাধিক জায়গায় শুরু হয়েছে সেই সরকারি কর্মসূচি। এদিন সিউড়ি ২ ব্লকের একাধিক পঞ্চায়েত এলাকা থেকে নিজেদের অভিযোগ নিয়ে আসেন। কেও আসেন কৃষক বন্ধু প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার জন্য, তো কেও এসেছেন যে আবাস যোজনার প্রকল্পের জন্য।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কন্যাশ্রী, রুপশ্রী, ১০০ দিনের কাজ, কৃষক বন্ধু প্রকল্প, ঐক্যশ্রী, স্বাস্থ্য সাথী, শিক্ষাশ্রী, খাদ্যসাথী, তপশীল বন্ধু, জয় জোহার, তপশীল জাতি, উপজাতি, ওবিসি সার্টিফিকেট প্রদান সহ একাধিক প্রকল্প নিয়ে মানুষের সমস্যা এই সরকারি কর্মসূচির মাধ্যমে সমাধান করা হবে। অন্যদিকে অভিযোগ করতে আসা মানুষদের দাবি, এখানে অভিযোগ তো জানান হল। কাজের কাজ হলে ভাল। না হলে কেবল কষ্ট করে অভিযোগ জানানো সার হবে।
একটি মন্তব্য পোস্ট করুন