পুবের কলম ওয়েব ডেস্কঃ কলকাতার বোহরা সম্প্রদায়ের অন্যতম প্রধান নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ এবং শহরের সাইফি ইংলিশ মিডিয়াম পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা সম্পাদক জনাব এসকে মুহাম্মদ ভাই মোতিওয়ালা গতকাল রাতে পরলোক গমন করেছেন। মুসলিম সমাজের শিক্ষার প্রসারে তাঁর যথেষ্ট অবদান রয়েছে। বামফ্রন্ট আমলে সংখ্যালঘুদের এই প্রতিষ্ঠানটিকে অধিগ্রহণ চেষ্টার বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছিলেন।
'পুবের কলম' পত্রিকার সম্পাদক এবং প্রাক্তন সাংসদ আহমদ হাসান ইমরান বলেন, "জনাব মোতিয়ালার শিক্ষাক্ষেত্রে বিরাট অবদান ছিল। সাইফি গোল্ডেন জুবলি ইংলিশ পাবলিক স্কুলে তিনি বোহরা ছাড়াও উর্দুভাষী ও বাঙালি মুসলিমদের উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রচুর সাহায্য করেছিলেন। সাইফি স্কুলে অনেক হিন্দু পড়ুয়াও ছিল। সাইফি হল স্কুলকে তিনি একটি খ্যাতনামা প্রতিষ্ঠানে পরিণত করেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহতায়ালা যেন তাঁকে জন্নাতে স্থান দেন এবং তাঁর পরিবারকে সবর দেন"।
একটি মন্তব্য পোস্ট করুন