নয়াদিল্লি, ৬ নভেম্বরঃ এখন বিশ্বে একটাই আলোচনা করোনা ভ্যাকসিন আসবে কবে। ইউকে ফাইজার সংস্থাকে ভ্যাকসিন সরবরাহের অনুমোদন দিয়েছে। ব্রিটেনে খুব শীঘ্রই ভ্যাকসিনেশন শুরু হবে। এই মুহূর্তে বড় খবর ফাইজার সংস্থা ভ্যাকসিনেশনের জন্য ভারতের কাছে জরুরি অনুমতি চেয়েছে। ফাইজারই প্রথম সংস্থা যারা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (ডিসিজিআই) কাছে অনুমোদন চাইল। ভারতে এখনও পর্যন্ত ৯৬.৪৪ লক্ষ মানুষ সংক্রমণের কবলে। অন্যদিকে, ব্রিটেন এবং বাহরিনে ফাইজার ভ্যাকসিনেশনের অনুমোদন পেয়েছে।
ফাইজার ৪ ডিসেম্বর ডিজিসিআইয়ের কাছে আবেদন করে সংস্থার ভ্যাকসিন ভারতে বিক্রি এবং বিতরণের অনুমতি চায়। ভারত আগেই স্পষ্ট করে দিয়েছিল, ক্লিনিক্যাল ট্রায়াল সম্পূর্ণ হলে তবেই সেই ভ্যাকসিনকে দেশে অনুমোদন দেওয়া হবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ফাইজার এবং এর সহযোগী সংস্থা ক্লিনিক্যাল ট্রায়ালের মতো পরীক্ষার কথা অস্বীকার করেছে।
একটি মন্তব্য পোস্ট করুন