পুবের কলম প্রতিবেদক: মৃত ব্যক্তির নামে রেশন কার্ড তৈরি সংক্রান্ত মামলায় জেলাশাসককে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নদীয়ার শান্তিপুর এলাকায় একাধিক মৃত ব্যক্তির নামে রেশন কার্ড তৈরির অভিযোগে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়। তার ভিত্তিতে সোমবার নদীয়ার জেলাশসক পার্থ ঘোষ সশরীরে বিচারপতি সঞ্জীব ব্যানার্জির ডিভিশন বেঞ্চে হাজিরা দিলে এই নির্দেশ দেয় হাইকোর্ট।
মামলাকারীদের অভিযোগ ছিল, আনলকপর্বে রেশন কার্ড তৈরির সময় শন্তিপুর এলাকার এক ডিলার ৭৩ জন মৃত ব্যক্তির নামে রেশন কার্ড বানান। শুধু তাই নয়, সেই রেশনকার্ড দেখিয়ে নিয়মিত খাদ্যসামগ্রিও তোলা হচ্ছিল। এরপরেই ওই ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মামলা দায়ের হয়। সেই মামলায় নদীয়ার তৎকালীন জেলাশাসক বিভু গোয়েলের কাছে হাইকোর্ট রিপোর্ট চাইলে ডিলারের বিরুদ্ধে সেই অভিযোগকে মিথ্যে বলে জানান তিনি। এরইমধ্যে নদীয়া জেলার ওই জেলাশাসকের বদলি হয়ে যায়।এরপরেই নদীয়ার জেলাশাসককে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। সেই নির্দেশ মতোই এদিন হাইকোর্টে হাজিরা দেন নতুন জেলাশাসক। কিন্তু, তিনি সংশ্লিষ্ট মামলার তদন্তের সঙ্গে জড়িত না থাকায় অবশ্য হাইকোর্ট ওই জেলাশাসকের কাছে ক্ষমা চেয়ে নেয়। তবে জেলাশাসককে হাইকোর্টের নির্দেশ বড়দিনের ছুটির ৪ সপ্তাহ পর মৃত ব্যক্তিদের নামে রেশন কার্ড তৈরি সংক্রান্ত বিষয়ে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে।
একটি মন্তব্য পোস্ট করুন