লখনউ,১৮ ডিসেম্বরঃ উত্তরপ্রদেশে সম্ভলের ৬ কৃষকের প্রত্যেককে ৫০ লাখ টাকার মুচালেকা নোটিশ পাঠায় এসডিএম (সাব ম্যাজিস্ট্রেট)। নোটিশে উল্লেখ করা হয়, এই ৬ কৃষক গ্রামে গ্রামে গিয়ে কৃষকদের উসকানি দিচ্ছে এবংউত্তেজনা ছড়াচ্ছে । ফলে, রাজ্যে আইন-শৃঙূলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। পরে অবশ্যক্ষতিপূরণের পরিমাণ কমিয়ে ৫০ হাজার করা হয়। এডিএম দীপেন্দ্র যাদব ৫০ লাখ টাকার নোটিশ পাঠানোর ব্যাপারে তার সাফাইয়ে বলেন, ‘ক্লারিক্যাল এরর’-এর কারণেই এই ত্রুটি। পরে সংশোধিত নোটিশ পাঠানো হয়েছে।
যে ৬ কৃষককে নোটিশ পাঠানো হয়েছে তাঁরা হলেন, ভারতীয় কিষাণ ইউনিয়নের (সম্ভল) জেলাধিপতি রাজপাল সিংহ যাদব,এছাড়া জয়বীর সিংহ,ব্রহ্মচারী যাদব,সত্যেন্দ্র যাদব,রৌদাস এবং বীর সিংহ।
তবে কৃষকরা মুচালেকা দিতে অস্বীকার করেছে। যাদব বলেন, ‘আমাদের জেল এমনকী ফাঁসি হলেও কোনওভাবেই মুচালেকা দেব না। কারণ আমরা কোনও অপরাধ করিনি, আমরা অধিকারের লড়াই লড়ছি।’ বিকেইউ আঞ্চলিক সভাপতি সঞ্জীব গান্ধি বলেন, ‘কৃষক বা তাঁদের পরিবারের কেউই মুচালেকায় স্বাক্ষর করেননি।’ উনি বলেন,‘আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, কোনও অপরাধ নয়।’
একটি মন্তব্য পোস্ট করুন