পুবের কলম প্রতিবেদকঃ দেড় বছরের সন্তানকে নিয়ে খেলতে খেলতে আচমকা বহুতল আবাসনের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হল বাবার। শনিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটে বেহলা পর্ণশ্রী এলাকার বিশালক্ষী তলার আস্থা অ্যাপার্টমেন্টে। মৃত ব্যাক্তির নাম সুভাষ পাণ্ডা। পেশায় তিনি রেলকর্মী। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, চিকিৎসকদের কথা মতো এদিন নিজের সন্তানকে নিয়ে আবাসনের ছাদে ওঠেন রোদ পোহাতে। সেখানেই নিজের সন্তানের সঙ্গে খেলা করছিলেন। উল্লেখ্য, ছাদের রেলিং অনেকটাই কম উচ্চতা সম্পন্ন। এদিকে এই খেলার সময় আচমকা সন্তান হাত থেকে পড়ে যাওয়ার মত পরিস্থিতি হয়। ওই সময় সন্তানকে কোনওরকমে রক্ষা করতে গিয়ে ছাদের রেলিং টপকে একেবারে আবাসনের তলায় এসে পড়েন সুভাষ পান্ডা। এরপরই স্থানীয়রা সুভাষবাবু ও তাঁর সন্তানকে তড়িঘড়ি উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। সন্তান সুরক্ষিত থাকলেও সুভাষবাবুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। এদিকে ঘটনার তদন্তে নেমেছেন পর্ণশ্রী থানার পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ছাদের রেলিংয়ের উচ্চতা অনেকটাই কম। তাই নিজের শরীরের ভারসাম্য বজায় রাখতে না পেরেই ঘটনাটি ঘটেছে। যদিও ছাদ থেকে পড়ে যাওয়ার অন্যান্য কারণও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
একটি মন্তব্য পোস্ট করুন