পুবের কলম প্রতিবেদকঃ এই মুহূর্তে কলকাতায় রয়েছেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভগবত। রবিবার প্রায় সকলের অজান্তেই সংঘ প্রধানের সঙ্গে গিয়ে দেখা করলেন মমতা ঘনিষ্ঠ এক প্রাক্তন ডিজি। তিনি আর কেউ নন প্রাক্তন ডিজি তথা পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান নপরাজিত মুখোপাধ্যায়। প্রায় দু’ঘণ্টা তাদের মধ্যে নিভৃতে কথা হয়। তবে কী বিষয়ে কথা হয়েছে, তা নিয়ে কেউ মুখ খোলেনি। হঠাৎ কেন এই প্রাক্তন ডিজি পুলিশকর্তা ভগবতের সঙ্গে দেখা করলেন এই নিয়েই তৈরি হয়েছে জল্পনা। পালাবদলের পর মমতা সরকারের প্রথম ইনিংসেই ডিজি ছিলেন নপরাজিত। মেয়াদ শেষের পর অস্থায়ীভাবে তাঁকেই মানবাধিকার কমিশনের চেয়ারম্যান করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনিই সংঘ প্রধানের সঙ্গে দেখা করায় তাঁর সঙ্গে বিজেপি যোগ নিয়ে জল্পনা তৈরি হল। রাজনৈতিক মহলে এমনও প্রশ্ন উঠতে শুরু করে দিল, শাসনকালে যে সমস্ত পুলিশ কর্তা তাঁর কাছের ছিল তারাই কি এখন উলটো পথে হাঁটতে শুরু করেছেন?
একটি মন্তব্য পোস্ট করুন