পুবের কলম আন্তর্জাতিক ডেস্কঃ চিনা কোম্পানি সিনোভ্যাকের তৈরি কোভিড ভ্যাকসিনকে হালাল সার্টিফিকেট দিল ইন্দোনেশিয়া। তারা চিন থেকে ১২ লক্ষ করোনার টিকা কিনেছে। যা ৬ লক্ষ মানুষকে দেওয়া যাবে। প্রত্যেককে দুটো করে ডোজ নিতে হবে। ইন্দোনেশিয়ার তথ্য- সংস্কৃতিমন্ত্রী মুহাদজির এফেন্দি জানিয়েছেন, সে দেশের ওলামা কাউন্সিল, হালাল পণ্য এজেন্সি প্রভৃতি সংগঠন ও সংস্থা যৌথভাবে তাদের গবেষণা রিপোর্টে চিনা টিকাকে হালাল বলে সার্টিফিকেট দিয়েছে। তবে তাদের এই সুপারিশ সরকার মানবে কি না সে প্রসঙ্গ আলাদা। দেশটির স্বাস্থ্যমন্ত্রী তেরাবান আগুস পুতরন্টো বলেছেন, হু-র গাইডলাইন অনুযায়ী কার্যকর, নিরাপদ ও পার্শ্বপ্রতিক্রিয়বিহীন প্রমাণ হলে তবেই টিকাকরণ শুরু হবে। তার আগে চিনের সিনোভ্যাকের টিকা নিয়ে তারা তৃতীয়দফা ট্রায়াল চালাবে।
একটি মন্তব্য পোস্ট করুন