আঙ্কারা, ২১ ডিসেম্বরঃ ড্রোন প্রযুক্তিতে আকাশছোঁয়া সাফল্যের পর এবার চালকবিহীন হেলিকপ্টার তৈরি করল তুরস্ক। পাইলট ছাড়াই আকাশে উড়তে সক্ষম এই অভিনব কপ্টার বানিয়ে বিশ্বকে চমক দিল। ২০২০ সালের শেষলগ্নে এমনই যুগান্তকারী সাফল্য পেল তুরস্ক। এর নির্মাতা প্রতিষ্ঠান টিটরা টেকনোলজি-র প্রধান সেলমান ডোনমেজ জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রে দীর্ঘক্ষণ ধরে উড়তে এবং আকাশপথে অনেকটা পথ পাড়ি দিতে সক্ষম। তাঁর কথায়, এই প্রযুক্তির মূল উদ্দেশ্য হল মানুষের সংস্পর্শ বা সম্পৃক্ততা একেবারেই হ্রাস করা। এই কপ্টার মহাশূন্যে ৮৫০ কিমি. পথ পাড়ি দিতে এবং ১৬০ কেজি ওজনের পণ্য বহনে সক্ষম। সর্বোচ্চ ৪ হাজার ৫৭২ মিটার উঁচুতে উড়তে পারে এই কপ্টার বলে জানা গেছে।
একটি মন্তব্য পোস্ট করুন