পুবের কলম প্রতিবেদক: আমফান দুর্নীতি মামলা নিয়ে রাজ্যের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। গত সপ্তাহে আমফানে গনবন্টন নিয়ে ‘ক্যাগ’কে তদন্তের নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণণের ডিভিশন বেঞ্চ। কিন্তু, শুক্রবার এনিয়ে বিরোধীতা করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত।
রাজ্যের তরফে এনিয়ে আরও কিছু সময় চাওয়া হয়। কিন্তু, রাজ্যকে আর কোনও সময়ই দিতে চায়নি হাইকোর্ট। আদালত এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছে ‘ক্যাগ’ই এই ঘটনার তদন্ত করবে। কলকাতা হাইকোর্ট ‘ক্যাগ’কে তদন্ত শেষ করে ৩ মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছে। আমফান অনুদান নিয়ে সত্যিই কোনও দুর্নীতি হয়েছে কি না, দুর্নীতি হলে কারা কারা এর সঙ্গে জড়িত, কারা অনুদান পেয়েছে, কত টাকা করে অনুদান দেওয়া হয়েছে এসমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করার জন্য ‘ক্যাগ’কে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশই বহাল থাকছে।
একটি মন্তব্য পোস্ট করুন