নয়াদিল্লি,২ নভেম্বরঃ মঙ্গলবার করোনা ভ্যাকসিন নিয়ে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) সরকারের তরফ থেকে এক চাঞ্চল্যকর বয়ান দিয়েছে। আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গভ জানান, টিকা দেওয়ার সাফল্য তার কার্যকারিতার ওপর নির্ভরশীল। আমাদের লক্ষ্য গোষ্ঠী সংক্রমণ রোখা সেক্ষেত্রে সমগ্র দেশবাসীকে ভ্যাকসিন দেওয়ার প্রয়োজনীয়তা নেই। এতদিন পর্যন্ত সরকারি বয়ানে বারবার জানানো হয়েছিল সমগ্র দেশবাসীর জন্য ভ্যাকসিন প্রয়োজন।
মঙ্গলবার সরকারি প্রেস কনফারেন্সে উপস্থিত স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ জানান, ‘সরকার কখনই সমগ্র দেশবাসীকে টিকা দেওয়ার কথা বলেনি। সত্যের ভিত্তিতে এ জাতীয় বৈজ্ঞানিক বিষয় নিয়ে কথা বলা জরুরি।’ মঙ্গলবার সিরাম ইন্সটিটিউটের করোনা ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ নিয়ে বলতে গিয়ে স্বাস্থ্য সচিব বলেন, এ জাতীয় ড্রাগ সংক্রান্ত তদন্তের দায়িত্ব (ডিসিজিআই) ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়ার। যেকোনও ভ্যাকসিন ট্রায়ালের ক্ষেত্রে স্বেচ্ছাসেবীর অনুমোদন নেওয়া হয়। তাকে ফর্ম ফিলআপ করানো হয়, যাতে পরিষ্কার লেখা থাকে প্রয়োগের ক্ষেত্রে শরীরে খারাপ প্রভাব পড়তে পারে। কী ধরনের প্রভাব পড়তে পারে তাও লেখা থাকে। এরপরই ট্রায়ালের অনুমতি দেওয়া হয়।’ উনি আরও বলেন, ট্রায়ালের সময় হাসপাতালে এথিক্স কমিটি থাকে, যারা ভ্যাকসিনের সাইড এফেক্টের দিকে নজর রাখেন। যদি রোগীর শরীরে তেমন কোনও প্রভাব দেখা যায় তারা ৩০ দিনের মধ্যে ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়াকে জানায়। ডিজিসিআই-এর দায়িত্ব এ ধরনের মামলার তদন্ত করা।
একটি মন্তব্য পোস্ট করুন