পুবের কলম প্রতিবেদকঃআইটি মাদ্রাজে এবার করোনাভাইরাসের থাবা। সূত্রের খবর অনুযায়ী ৬৬ জন ছাত্রের করোনা রিপোর্ট পজিটিভ আসায় চাঞ্চল্য ছড়িয়েছে ক্যাম্পাস চত্ত্বরে। অন্যদিকে,এখনও ৭০০ জনের রিপোর্ট আসেনি বলে জানা যায়। এর ফলে সতর্কতা নিতে প্রতিষ্ঠানের দফতর,সেন্টার,গবেষণাগার,লাইব্রেরি অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে আইআইটি কর্তৃপক্ষ। শিক্ষক এবং পড়ুয়াদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান এক বিবৃতিতে বলেছে যে এই মুহূর্তে মাত্র ১০ শতাংশ আবাসিক ছাত্রাবাসে রয়েছে এবং তাদের সকলের কোভিড পরীক্ষা করা হচ্ছে, কারণ ইতিমধ্যেই অনেকে করোনা আক্রান্ত হয়েছেন। এ ছাড়াও বিবৃতিতে বলা হয়েছে, হস্টেলে থাকা আবাসিকদের প্যাকেটজাত খাবার সরবরাহ করা হচ্ছে। বিবৃতিতে এও বলা হয়, ‘যে রিসার্চ স্কলাররা আগে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের তাতে অনুমতি দেওয়া হয়েছে।’ অন্যদিকে স্বাস্থ্য দফতরের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ‘আমরা প্রতিষ্ঠানে কাজ করছি। নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর এমনটা হতে পারে বলে আমরা আগেই আশঙ্কা করেছিলাম। তবে এতে আতঙ্কিত হয়ে পড়ার কিছু নেই। যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
একটি মন্তব্য পোস্ট করুন