পুবের কলম প্রতিবেদকঃ মেলবোর্নে প্রথম অনুশীলনে নামল টিম ইন্ডিয়া। বিরাট কোহলিহীন ভারতের এটাই প্রথম লাল বলে অনুশীলন। বুধবার সকালে দীর্ঘ সময় নেটে অনুশীলন সরালেন ভারতীয় ক্রিকেটাররা। রাহানে ও পুজারা প্র্যাকটিস পিচে দীর্ঘক্ষণ ব্যাটিং করলেন। নেটে অনুশীলন করতে দেখা গেল শুভমন গিলকেও। মেলবোর্নে দ্বিতীয় টেস্টে সম্ভবত তিনি সুযোগ পেতে চলেছেন ভারতীয় স্কোয়াডে। পৃথ্বী শ’কে হয়ত খেলানো হবে না মেলবোর্নে। কারণ অ্যাডিলেডে দুটি ইনিংসেই ব্যর্থ হয়েছেন পৃথ্বী। তাঁকে এদিন অনুশীলনও করতে দেখা যায় নি। বরং তিনি পুরো সময়টাই সাপোর্ট স্টাফদের সঙ্গে কাটিয়ে গেলেন। অন্যদিকে দীর্ঘ সময় পরে অনুশীলনে যোগ দিলেন রবীন্দ্র জাদেজা। তিনি ব্যাটিং ও বোলিং দুটোই করলেন। নেটে শুভমনের ব্যাটিংও বেশ নজর কাড়ল। শুধু ব্যাটিং বা বোলিং নয়, ফিল্ডিংয়েও জোর দিল ভারতীয় টিম। অস্ট্রেলিয়ায় ভারতের ফিল্ডিং এই মুহূর্তে খুব একটা আশাব্যঞ্জক নয়। তাই ক্যাচ ও বিভিন্ন রকম ফিল্ডিংয়ের ওপর জোর দিল টিম ইন্ডিয়া। প্রসঙ্গত ২৬ ডিসেম্বর এমসিজিতে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া।
একটি মন্তব্য পোস্ট করুন