পুবের কলম ওয়েব ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ানডে’তে জয় পেয়ে মান-সম্মান কিছুটা পুনরুদ্ধার করল ভারত। বুধবার বিরাট ব্রিগেড ১৩ রানে ম্যাচ জিতে নিল। প্রথম দুটি ম্যাচ জেতায় অস্ট্রেলিয়া ২-১ সিরিজ জয় করল।
এদিন ক্যানবেরাতে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত পাঁচ উইকেট হারিয়ে ৩০২ রান করে। জবাবে ৪৯.৩ ওভারে ২৮৯ রানে অল আউট হয়ে যায় অজিরা।
ভারত অধিনায়ক বিরাট কোহলি এদিনও দুরন্ত ব্যাটিং করেন। তাঁর সংগ্রহ ৬৩। পরে হার্দিক পান্ডিয়া (৯২) এবং রবীন্দ্র জাদেজা (৬৬) ভারতকে তিনশোর গন্ডি পার করে দেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ফিরে যান লাবুশানে (৭)। অধিনায়ক অ্যারন ফিঞ্চ পালটা লড়াই করেন। তাঁর সংগ্রহ ৭৫। ম্যাক্সওয়েল ৫৯ রান করেন। ভারতের পক্ষে শার্দুল ঠাকুর তিনটি এবং বুমরাহ ও নটরাজন দুটি করে উইকেট দূল করেন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন হার্দিক পান্ডিয়া।
একটি মন্তব্য পোস্ট করুন