পুবের কলম প্রতিবেদকঃঅস্ট্রেলিয়া থেকে একেবারে খালি হাতে ফিরছে না ভারতীয় দল। একদিনের সিরিজ হারলেও টি-২০ সিরিজ পকেটে পুড়ল ভারত। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের আগে যা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ওডিআই সিরিজে তৃতীয় ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তনের পর টানা তিন ম্যাচ জিতলো বিরাট কোহলির ভারত।
রবিবার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। শুরুতে বোলিং করতে নেমে টি নতরাজন ছাড়া সকলেই প্রচুর রান খরচ করলেন। নটরাজন চার ওভারে ২০ রান দিয়ে দুটি উইকেট তুলে নিয়েছেন তিনি। ২০ ওভারে ১৯৪ রান তোলে অস্ট্রেলিয়া।
বড়ো রানের পাহাড় নিয়ে ব্যাট করতে নেমে শুরুতে মন্থর ইনিংস খেললেও সকলেই এদিন রান পেতেছেন। শিখর ধাওয়ান অর্ধসতরান করলেও লোকেশ রাহুল ফেরেন ৩০ রানে। বিরাট কোহলি ৪০ রান করে যান। তবু শেষ ২ ওভারে রান অনেক বেড়ে যায়। শ্রেয়স আইয়ার ও হার্দিক পান্ডিয়া দুরন্ত ফিনিশ করেন। স্রেয়স মাত্র ৫ বলে ১২ রান করে হার্দিক পান্ডিয়ার কাজটা সহজ করে দেন। শেষ ওভারে ১৪ রান করতে হতো ভারতকে। পন্ডিয়া জোড়া ছক্কা হাঁকিয়ে সেই রান তুলে দেন।
একটি মন্তব্য পোস্ট করুন