নয়াদিল্লি,১১ নভেম্বরঃ নাসার পরবর্তী চন্দ্র অভিযানে একজন ভারতীয় সহ মোট ১৮ জন মহাকাশচারী নির্বাচিত করা হয়েছেন। নাসার চন্দ্র অভিযানে বুধবার ১৮ জন মহাকাশচারীর নাম ঘোষণা করা হয়। এরমধ্যে অর্ধেকই মহিলা। নাসা ‘আর্টেমিস চন্দ্র অভিয়ান’-এর জন্য এঁদের প্রশিক্ষিত করেছে। রাজা জন ভুরপুতুর চারী (৪৩) ইউএস এয়ারফোর্স অ্যাকাডেমি,এমআইটি এবং ইউএস নাভাল টেস্ট পাইলট স্কুল থেকে স্নাতক হন। এই অভিযানে ভারতীয় ভূূণ্ডের তিনিই একমাত্র মহাকাশচারী। নাসা ২০১৭ সালে রাজাকে ‘অ্যাস্ট্রোনট ক্যান্ডিডেট ক্লাস’ হিসেবে নির্বাচিত করে। আগস্ট ২০১৭য় এই ক্লাসে সামিল হয়ে প্রাথমিক প্রশিক্ষণ নেন।এখন তিনি অভিযানের জন্য পুরোপুরি প্রস্তুত। ফ্লোরিডায় নাসার ‘কেনেডি স্পেস সেন্টার’-এ উপরাষ্ট্রপতি মাইক পেন্স বুধবার জানান, ‘আমার আমেরিকাবাসীদের ভবিষ্যতের বীরদের অর্পণ করছি যাঁরা ভবিষ্যতে চাঁদ এবং তার বাইরেও নিয়ে যাবে।
একটি মন্তব্য পোস্ট করুন