পুবের কলম ওয়েব ডেস্কঃ আইআইটি বিএইচইউ-এ মহাকাশ গবেষণার পঠনপাঠনের ক্ষেত্রে পেল নতুন দিশা। ইসরো (ভারতীয় মহাকাশ অনুসন্ধান সংস্থা) আইআইটি বিএইচইউ-এ আঞ্চলিক অ্যাকাডেমিক সেন্টার ফর স্পেস (আরএসি-এস) স্থাপন করতে চলেছে। এ বিষয়ে বুধবার আইআইটি এবং ইসরোর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে সংস্থার তরফ থেকে নির্দেশক অধ্যাপক প্রমোদ কুমার জৈন এবং ইসরোর তরফ থেকে সিবিপিও নির্দেশক ডা. পি বি বেঙ্কটকৃষ্ণাণ এই চুক্তিপত্রে মোহর দেন।
এই চুক্তির সঙ্গে সঙ্গে সংস্থার বিটেক এবং এমটেক ছাত্রছাত্রীদের জন্য স্বল্প মেয়াদি এবং এক বছরের প্রকল্পে সামিল হতে পারবেন। পিএইচডি ছাত্রদের ক্ষেত্রে দীর্ঘ মেয়াদি উন্নয়ন প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন