পুবের কলম ওয়েব ডেস্কঃদক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ক্রিকেটার জ্যাক ক্যালিসকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ করল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।তাদের হেড কোচ ক্রিস সিলভারউডের সহকারি হিসেবে কাজ করবেন তিনি। নতুন বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কার গলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড ক্রিকেট দল। ক্যালিস ছাড়াও ইংল্যান্ডের এ সফরের কোচিং প্যানেলে থাকবেন সহকারি কোচ পল কলিংউড, উইকেটকিপার কোচিং উপদেষ্টা জেমস ফস্টার, ফিল্ডিং কোচ কার্ল হপকিনসন, বোলিং কোচ জন লুইস ও স্পিন বোলিং কোচিং উপদেষ্টা জিতান প্যাটেল। ক্রিকেট থেকে অবসর নিয়ে কোচিংকে পেশা হিসেবে বেছে নিয়েছেন ক্যালিস। ২০১৫ সাল থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কেকেআর-এর প্রধান কোচের দায়িত্বভার গ্রহণ করেন কালিস। তারপর থেকে কেকেআর-এর কোচ হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন ৪৫ বছর বয়সী এই প্রাক্তন তারকা ক্রিকেটার। এবার তাঁকে দেখা জো রুটদের কোচিং দিতে।
একটি মন্তব্য পোস্ট করুন