পুবের কলম প্রতিবেদকঃ করোনা পরিস্থিতির কারণে এবার সমাবর্তন হচ্ছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন সহ উপাচার্য প্রদীপ কুমার ঘোষ। এ দিকে সমাবর্তন অনুষ্ঠান স্থগিত রাূার সিদ্ধান্তকে বেআইনি ও অবৈধ বলে ব্যাখ্যা দিয়েছেন আচার্য জগদীপ ধনকর। বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়,আগামী ২৪ ডিসেম্বর সমাবর্তনের বিশেষ পর্বে (স্পেশাল কনভোকেশন)-এ সাম্মানিক ডি.লিট, ডিএসসি প্রদান করা হবে। নিয়মানুসারে তা প্রাপকদের হাতে তুলে দেন বিশ্ববিদ্যালয়ের আচার্য। রাজ্যপালের প্রতি ক্ষুব্ধ হয়ে ছাত্র সংগঠনগুলি জানিয়েছে, সমাবর্তন হলেও আচার্য তথা রাজ্যপালের হাত থেকে ডিগ্রি নেবেন না তাঁরা। এর পরই ওই ঝামেলা এড়াতে কর্মসমিতির বৈঠকে ওই বিশেষ পর্ব স্থগিত রাূার সিদ্ধান্ত নেওয়া হয়।
একটি মন্তব্য পোস্ট করুন