পুবের কলম ওয়েব ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজের প্রথম ম্যাচে মাথায় লাগা চোট এবং হ্যামস্ট্রিংয়ে চোটের কারনে, অজিদের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে দলের বাইরে থাকতে হতে পারে ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। প্রসঙ্গত, ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে।
বিসিসিআইয়ের একটি সূত্র থেকে বলা হয়েছে,‘আইসিসি’র কনকাশন প্রটোকল অনুযায়ী কোনও খেলোয়াড়কে ৭-১০ দিন বিশ্রামে থাকতে হবে। সেক্ষেত্রে জাদেজা ১১ ডিসেম্বর থেকে শুরু হতে চলা প্রস্তুতি ম্যাচে নামতে পারবেন না। আর প্রস্তুতি ম্যাচ ছাড়া ওকে টিম ম্যানেজমেন্ট মনে হয়না প্রথম টেস্টের দলে রাূবে । তাছাড়া চিকিৎসকেরা জাদেজাকে তিন সপ্তাহ বিশ্রাম নিতে বলেছে। সেদিক দিয়েও দেখতে গেলে ওকে প্রথম টেস্টে পাওয়া যাবে না।’
একটি মন্তব্য পোস্ট করুন