পুবের কলম প্রতিবেদক,জয়নগর: শুক্রবার চোখের ছানি অপারেশন হল জয়নগর-মজিলপুর পুরসভার প্রবীণা বাসিন্দা কৃষ্ণা রায়ের। স্থানীয় সূত্রে খবর, বৃদ্ধা একাকী জীবনযাপন করেন। সম্প্রতি তাঁর দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসে। ‘সাথী’ প্রকল্পের সহায়তা পেতে তিনি আবেদন করেন জয়নগর থানায়।
খবর পেয়ে জয়নগর থানার আইসি অতনু সাঁতরা দেরি না করে তৎক্ষণাৎ তিনি যোগাযোগ করেন দক্ষিণ বারাসত চক্ষু হাসপাতালের কর্ণধার দেবব্রত দাসের সঙ্গে। এদিন রোটারি দক্ষিণ বারাসত চক্ষু হাসপাতালে কৃষ্ণা রায়ের চোখের ছানি অপারেশন হয়। অপারেশন শেষে চিকিৎসকরা জানায়, দু-চারদিনের ভেতরেই তিনি তাঁর দৃষ্টিশক্তি ফিরে পাবেন। প্রসঙ্গত, লকডাউন চলাকালীন রাজ্য সরকার ‘সাথী’ প্রকল্পের ঘোষণা করেছিল। মূলত, এলাকার বৃদ্ধ-বৃদ্ধাদের আবেদনের ভিত্তিতে তাঁদের প্রয়োজনীয় সামগ্রী,ওষুধ-সহ প্রভৃতি দরকারি জিনিস পৌঁছে দেবে স্থানীয় প্রশাসন। সেইমতো জয়নগর এলাকার স্থানীয় পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা বৃদ্ধ-বৃদ্ধাদের পাশে দাঁড়িয়েছিল। ‘সাথী’ প্রকল্পের মাধ্যমে তারা যথেষ্ট সহায়তাও করে। অপারেশন হওয়ার পর কৃষ্ণা দেবী জানান, ‘সাথী’ প্রকল্পের মাধ্যমে এভাবে যে চোখের দৃষ্টিশক্তি ফিরে পাব তা ভাবতে পারিনি। এ জন্য রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ।
একটি মন্তব্য পোস্ট করুন