পুবের কলম ওয়েব ডেস্কঃ সিরিজের প্রথম টেস্টে ভারতকে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। এরপরে বাকি তিনটি টেস্টে দলকে নামতে হবে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি এবং পেসার মুহাম্মদ শামিকে ছাড়াই। আর এটা ভারতীয় দলের পক্ষে বড় ক্ষতি বলে মনে করছেন অস্ট্রেলিয়ার ওপেনার জো বার্নস। যিনি অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে ৫১ রান করে অপরাজিত থাকেন।
বার্নস বলেন, ‘আমার মনে হয়, বিরাট কোহলি ও মুহাম্মদ শামি না থাকাটা ভারতের কাছে বড় ক্ষতি। যদিও ওদের দলের গভিরতা অনেক। ওই দু’জনের অভাব পূরন করা ভারতীয় দলের বাকি সদস্যদের কাছে চ্যালেঞ্জের হতে চলেছে।’ প্রসঙ্গত, আগামি ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে দু’দলের মধ্যে শুরু হতে চলেছে বক্সিং -ডে টেস্ট।
একটি মন্তব্য পোস্ট করুন