পুবের কলম প্রতিবেদকঃ ভারতে কৃষক আন্দোলন নিয়ে ফের মুখ খুললেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর আগেও কানাডার প্রধানমন্ত্রী কৃষি আন্দোলনকে সমর্থন করেছিলেন। তা নিয়ে কেন্দ্রের মোদি সরকারের তরফে সমালোচনা করে বলা হয়েছিল, এটা সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। বিষয়টি নিয়ে কানাডার মাথা ঘামানোর প্রয়োজন নেই। তারপরও শনিবার ফের বিষযটি নিয়ে মুখ খুললেন ট্রুডো। এ দিন কানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘সবসময় শন্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের পক্ষে দাঁড়াব।’ ট্রুডোর আগের মন্তব্য নিয়ে কড়া প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি কেন্দ্রের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে কানাডা হাই কমিশনে ‘রাজনীতিক বিচার’ চেয়ে শমন পাঠানো হয়। সেই নিয়ে এক প্রশ্নের জবাবে এ দিন ট্রুডো এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘কানাডা সবসময় বিশ্বের যেকোনও প্রান্তে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের পক্ষে দাঁড়াবে।’ এ দিকে, ইংল্যান্ডে প্রবাসী ভারতীয় শিখরা কানাডার প্রধানমন্ত্রীকে সমর্থন জানিয়েছেন। শিখ কাউন্সিল ইউকে’র পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক নেতাদের উচিত ভারত সরকারের হাতে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তার বিরোধিতা করার জন্য জাস্টিন ট্রুডোর পাশে দাঁড়ানো। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে নয়াদিল্লিতে থাকা কানাডা হাইকমিশনারের দূতকে শমন পাঠানো হয়। তাতে বলা হয়েছে, যেভাবে ভারতে কৃষক বিক্ষোভ নিয়ে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো মন্তব্য করেছেন তা দু’দেশের চুক্তি ও সম্পর্কে প্রভাব ফেলবে।
একটি মন্তব্য পোস্ট করুন