পুবের কলম প্রতিবেদকঃইতালি ডার্বিতে শেষ হাসি হাসল জুভেন্টাস। জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও হেরে গেল তোরিনো। তুরিন ডার্বিতে জুভেন্টাস জিতেছে ২-১ গোলে। জুভেন্টাসের মাঠে সবাইকে চমকে ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে গিয়েছিল তোরিনো। কর্নার ক্লিয়ার করতে পারেনি জুভেন্টাসের কেউ। সোয়াইলো মেইতের ফ্লিকে বল পেয়ে বাম পায়ে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের আড়াআড়ি শটে গোল করেন নিকোলাস এনকোলো। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে দুই দল যেন গোল করতে পারছিল না। প্রথমার্ধের বাকি সময়ে কোনো দলের গোলরক্ষককেই চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি। ১৯৯৫ সালে শেষ জুভেন্টাসের মাঠে জিতেছিল তোরিনো। রক্ষণ দারুণভাবে সামাল দিয়ে আশা জাগিয়েছিল লম্বা অপেক্ষার অবসানের। কিন্তু পিরলোর দলের আক্রমণের ঝাপটায় আর পেরে ওঠেনি তারা। ৭৭ মিনিটে ম্যাচে সমতা আনে জুভেন্টাস। হেডে গোল করেন ওয়েস্টন ম্যাককেনি। শেষ মুহূর্তে জুভেন্টাসকে দারুণ জয় উপহার দেন বোনুচ্চি। এই জয়ে ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে জুভেন্টাস।
একটি মন্তব্য পোস্ট করুন