পুবের কলম প্রতিবেদক: অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজে হারলেও টি-২০ সিরিজ জিতেছে বিরাট কোহলির টিম ইন্ডিয়া। কিন্তু টি-২০ সিরিজ জিতলেও ভারতীয় ফিল্ডিং মোটেও ভাল হয়নি। বেশ কিছু সহজ ক্যাচ মিস করেছেন ভারতীয় ক্রিকেটাররা। এমনকি খোদ অধিনায়ক বিরাট কোহলির হাত থেকেও ফস্কেছে ক্যাচ। টেস্ট সিরিজ শুরুর আগে তা নিয়ে বেশ উদ্বিগ্ন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মুহাম্মদ কাইফ। তাঁর কথায়, ‘এত ক্যাচ ড্রপ করলে আর মিসফিল্ড করলে কি করে হবে? এটা মোটেও খেলার অঙ্গ হতে পারে না। আর ভারতীয় ক্রিকেটাররা খুব বেশিমাত্রায় ক্যাচ মিস করছে, মিসফিল্ডিং করছে। ভারতের মাটিতে পরের বছর অক্টোবরে বিশ্বকাপ। তা জিততে গেলে ভারতকে এই ধরনের ভুলগুলো এখনই শুধুরে নিতে হবে। এই ধরনের ফিল্ডিং যদি বজায় থাকে, তাহলে বড় ম্যাচগুলো জেতার সম্ভাবনা কমে যাওয়া নিশ্চিত।’ কাইফের কথায়,‘এই ভারতীয় দলে অনেক তরুণ বোলার রয়েছেন। তাই ক্যাচ মিস হলে তাঁরা হয়ত ফের রান আপে চলে যাবেন। কিন্তু অজিত আগরকর, শ্রীনাথ বা জাহির খানের বোলারের বলে যদি এমন ক্যাচ মিস হত তারা রীতিমতো ফিল্ডারের দিকে তেড়ে যেতেন। তাই আমার মনে হয় ফিল্ডিংয়ের জন্য দলের প্রতিটা প্লেয়ারকে আরও দু’ঘণ্টা বেশি অনুশীলন করা দরকার।’
সঙ্গে তিনি আরও বলছেন, ‘এখানে সবাই তরুণ বোলার। নটরাজন, চাহার প্রত্যেকেই তাদের কেরিয়ার শুরু করেছেন। হয়ত ওরা এমন খারাপ ফিল্ডিংয়ের জন্য কিছু বলবেন না। ভাববেন এটা খেলার অঙ্গ। কিন্তু বাস্তব হল, এটা মোটেও খেলার অঙ্গ নয়।’
একটি মন্তব্য পোস্ট করুন