পুবের কলম ওয়েব ডেস্কঃ মাত্র কয়েকদিন আগেই পিতৃবিয়োগ হয়েছিল ভারতীয় ক্রিকেটার মুহাম্মদ সিরাজের। কিন্তু দেশের প্রতি দায়িত্ববোধ থেকে দেশে ফিরে আসেন নি সিরাজ। চোখের জল সম্বল করেও অস্ট্রেলিয়ার মাটিতে নিজেকে উজাড় করে দিয়েছিলেন। তেমনই এক দৃষ্টান্ত স্থাপন করলেন আইএসএলে কেরালা ব্লাস্টার্সের স্প্যানিশ কোচ কিবু ভিকুনা। রবিবার তাঁর টিম কেরালা ব্লাস্টার্স যখন ম্যাচ খেলছিল এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে, ঠিক তার আগেই স্পেন থেকে ভেসে এসেছিল দুসংবাদটি। ভিকুনার মা আর নেই। মাতৃবিয়োগের খবর পেয়ে কিছুটা বিচলিত হলেও নিজেকে সামলে নিয়েছেন কিবু। এমনকি দেশে ফিরে যাওয়ার প্রসঙ্গ এলেও সেই প্রস্তাব গ্রহণ করতে রাজি হননি কিবু। কেরালা ব্লাস্টার্স টিমের তরফ থেকে কিবুকে বলা হয়েছিল তিনি যেন স্পেনে ফিরে গিয়ে মায়ের শেষকৃত্য সম্পন্ন করে আইএসএলে ফেরেন। যাবতীয় দায়িত্ব টিম কর্তৃপক্ষ নেবে। কিন্তু তাতে রাজি হলেন না কিবু ভিকুনা। তাঁর দলের অবস্থা ভালো নয়। এমন পরিস্থিতিতে দলকে বিপদে ফেলে চলে যেতে চাইলেন না তিনি। তাঁর মনে হয়েছে, তিনি চলে গেলে দল বিপদে পড়বে। কারণ দলের এমন খারাপ অবস্থায় এই মুহূর্তে তাঁকেই সবচেয়ে আগে দরকার। তাই নিজের দায়িত্ববোধ থেকেই ভারতে থেকে গেলেন মোহনবাগানকে আই লিগ দেওয়া বর্তমান কেরালা ব্লাস্টার্স কোচ কিবু ভিকুনা।
একটি মন্তব্য পোস্ট করুন