পুবের কলম ওয়েব ডেস্কঃবহু প্রতীক্ষিত ভারত-অস্ট্রেলিয়ার দিন-রাতের টেস্ট শুরু হল অ্যাডিলেডে। ঘরের মাঠে গ্রিনটপে স্বাভাবিকভাবেই বল হাতে রাজত্ব করা শুরু করলেন অস্ট্রেলিয়ান পেসাররা। আর তাদের নেতৃত্ব দিচ্ছেন মিচেল স্টার্ক। ভারতীয় ব্যাটসম্যানদের রাতের ঘুম উড়িয়ে দিতে দলে রয়েছেন হ্যাজেলউড, কামিন্স এবং নবাগত ক্যামেরন গ্রিনের মতো পেস ব্যাটারিরা।এদিন ম্যাচের এক পর্যায়ে স্টার্কের একটি ভয়ংকর বাউন্সারে রক্তাক্ত হয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। স্টার্কের ভয়ঙ্কর বাউন্সারের আঘাতে কোহলির হাত থেকে চুঁইয়ে রক্ত পড়তেও দেখা যায়। ঘটনাটি ঘটেছে দিনের ৪৩ তম ওভারে। তিন উইকেট হারানোর পর বিরাট কোহলি তখন আজিঙ্কা রাহানেকে নিয়ে ভারতীয় ইনিংসকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন। ওই মুহূর্তে স্টার্কের প্রায় দেড়শো কিমির এক শর্ট বল আছড়ে পড়ে কোহলির ডান হাতে। তারপরেই ব্যাটের হাতল ছেড়ে যন্ত্রণায় লাফিয়ে ওঠেন কোহলি। শর্ট বল মোকাবিলা করতে কোহলি লাফিয়ে উঠেছিলেন, তবে বলটি তার হাতে লাগে। সৌভাগ্যক্রমে বলটি নো মেন্স ল্যান্ডে পড়ায় কোহলি বেঁচে যান। কোহলির গ্লাভস খুলতেই দেখা যায় বুড়ো আঙুল থেকে চুঁইয়ে পড়ছে রক্ত।সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে ফিজিওকে ডাকা হয়। সাময়িক পরিচর্যার পরে পুনরায় ব্যাট হাতে স্টান্স নিয়ে দাঁড়ান ভারত অধিনায়ক।
একটি মন্তব্য পোস্ট করুন