পুবের কলম ওয়েব ডেস্কঃগুরুত্বপূর্ণ ম্যাচে শীর্ষে থাকা টটেনহ্যাম হটস্পারকে ২-১ গোলে হারিয়ে দিল লিভারপুল। এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো মুহাম্মদ সালাহরা।অ্যানফিল্ডে ম্যাচের ২৬তম মিনিটে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন মুহাম্মদ সালাহ। ৭ মিনিট পরই সন হিউং-মিনের গোল সমতা ফেরে টটেনহ্যাম। ম্যাচে সমতায় থেকে বিরতিতে যায় উভয় দল।বিরতির পর আক্রমন প্রতি-আক্রমনে খেলা হলেও গোল পাচ্ছিলো না কোনো দল। তবে ম্যাচের ৯০তম মিনিটে কর্নার থেকে গোল করেন লিভারপুলের ব্রাজিলীয় তারকা ফিরমিনো। হেড থেকে করা ফিরমিনোর এই গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জুরগেন ক্লপের দল। এই জয়ের ফলে ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে এখন সবার উপরে বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। আর এই ম্যাচ হেরে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে টটেনহ্যাম।
একটি মন্তব্য পোস্ট করুন