পুবের কলম প্রতিবেদক: এ বছর কবে মাধ্যমিক পরীক্ষা হবে, তা ঠিক না হলেও রীতিমতো প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক পরীক্ষার আগে যে ফর্ম ফিলআপ করতে হয়, সেই ফর্ম স্কুলগুলিকে প্রদান করবে পর্ষদ। এক বিজ্ঞপ্তিতে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, আগামী ১৬ ও ১৭ তারিখ পর্ষদের ক্যাম্প অফিস থেকে ছাত্রছাত্রীদের জন্য মাধ্যমিক পরীক্ষার আবেদনপত্র সংগ্রহ করতে পারবে স্কুলগুলি। এরই পাশাপাশি নবম শ্রেণির ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশনের ফর্ম দেওয়া হবে বলেও জানিয়েছেন পর্ষদের ডেপুটি সেক্রেটারি মৌসুমী বন্দ্যোপাধ্যায়। তবে কোন তারিখের মধ্যে ফর্ম জমা করতে হবে, তা জানায়নি পর্ষদ। প্রসঙ্গত, এ বছর মাধ্যমিক পরীক্ষার সিলেবাস প্রায় ৩৫ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। হচ্ছে না কোনও টেস্ট পরীক্ষা।
একটি মন্তব্য পোস্ট করুন