পুবের কলম প্রতিবেদক: ২০১৮ সালে অফিস ফিরতি সময়ে ভেঙে পড়েছিল মাঝেরহাট ব্রিজ। তারপর কেটে গিয়েছে প্রায় দুই বছর তিন মাস। এবার এতদিনের প্রতীক্ষার অবসান ঘটল বৃহস্পতিবার। এদিন সন্ধ্যায় চালু হল মাঝেরহাটে নবনির্মিত 'জয় হিন্দ' সেতু। জয় হিন্দ সেতুর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মন্ত্রী অরুপ বিশ্বাস, পুলিশ কমিশনার অনুজ শর্মা, রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজ। ফলে কলকাতার সঙ্গে দক্ষিণ শহরতলি ও ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, মন্দির বাজার, সুন্দরবন-সহ বিস্তীর্ণ অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জেলা সদর আলিপুর বা ধর্মতলায় পৌঁছতে প্রায় দুই ঘণ্টার বেশি সময় লাগত। যাত্রীবাহী বাস সহ সমস্ত রকম যানবাহনকে চলাচল করতে হতো ঘুরপথে। এবার সেই যন্ত্রণা থেকে মুক্তি পাবেন সাধারণ মানুষ।
একটি মন্তব্য পোস্ট করুন