কলকাতা, ২২ ডিসেম্বর: 'উন্নয়নের শিখরে বাংলা। বাংলার উন্নয়ন হয়নি বলে অপপ্রচার করা হচ্ছে।বাংলার বদনাম করছেন অমিত শাহ'।রীতিমতো তথ্য পরিসংখ্যান দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগকে নস্যাৎ করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
সম্প্রতি বঙ্গ সফরে এসে রাজ্যের আইনশূঙ্খলা থেকে উন্নয়নের মতো একাধিক ইস্যুতে প্রশ্ন তুলেছিলেন অমিত শাহ। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার পর সেই আক্রমণের ঝাঁঝ আরও বেড়েছে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিসংখ্যান তুলে ধরলেন রাজ্যের উন্নয়নের। এক ঝলকে দেখে নিন সেই খতিয়ান।
পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর
• বাংলা মানে খারাপ রাজ্য?
• কোনও কাজ নেই।
• সারাক্ষণ বলছেন উন্নয়ন হয়নি।
• ১১ বছর আগে কোথায় ছিলেন?
• দেখেছিলেন কী ছিল বাংলার হাল?
• উন্নয়ন নিয়ে সত্যি কথা বলুন ।
• সত্যি কথা না বললেই চ্যালেঞ্জ হবে।
• বাংলা এখন উন্নয়নের শিখরে।
• গ্রামীণ রাস্তা, ১০০ দিনের কাজে এক নম্বরে বাংলা।
• দারিদ্র দূরীকরণে দেশে প্রথম বাংলা।
• ২.৯ শতাংশ বেড়েছে কর আদায়।
• দেশের থেকে বাংলায় জিডিপি হার বেশি।
• স্টেট জিডিপিতে রাজ্য ২ নম্বরে।
• বাংলায় অপরাধের সংখ্যা কমছে।
• মহিলাদের নিরাপত্তা রয়েছে।
• কলকাতা নিরাপদতম হিসাবে ২ বার পুরস্কার পেয়েছে।
• কলেজ বিশ্ববিদ্যালয় বেড়েছে।
• স্কুলছুটের সংখ্যা কমেছে।
• চিকিৎসকদের সংখ্যা বেড়েছে।
• ২২ হাজার কোটির এফডিআই।
• রাজ্যে মূত্যুহার কমেছে।
• আত্মহত্যাকেও রাজনৈতিক বলা হচ্ছে।
• প্রাথমিকে ১৬,৫০০ শিক্ষক নিয়োগ।আগামীকাল নোটিশ জারি করা হবে। ১৩ তারিখ থেকে ইন্টারভিও শুরু হবে।
বুধবারই রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে টুইট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি টুইটে লেখেন, '২০২০ সালের কেবল আগস্ট মাসে ২২৩টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে। স্বরাষ্ট্রদপ্তর পিসির নিয়ন্ত্রণাধীন থাকাকালীন বিগত ৯ বছরে মহিলাদের সুরক্ষা তলানিতে গিয়ে ঠেকেছে। মানব পাচার হোক বা অ্যাসিড হামলা, অপরাধীদের অবাধ বিচরণক্ষেত্র হয়ে উঠেছে এই রাজ্য। পিসি শুধু তাঁর ভোটার এবং ভোটব্যাংক নিয়ে মাথা ঘামিয়ে গেছেন।' এদিনের পরিসংখ্যানে মুখ্যমন্ত্রী সেই অভিযোগেরও জবাব দিয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন