পুবের কলম ওয়েব ডেস্কঃওল্ড ট্রাফোর্ডে ম্যাঞ্চেস্টার ডার্বি অমীমাংসিতভাবে শেষ হল।ম্যানইউ-র মাঠে খেলতে গিয়েছিল ম্যানসিটি। প্রিমিয়ার লিগের ম্যাচটিতে জয়ের জন্য মুখিয়ে ছিল দু'দলই। নিশ্চিতভাবে এই ডার্বিতে গোলের পসরা সাজাবে দুই দল, এমনটা ধরেই নিয়েছিল ফুটবল প্রেমীরা। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বীরা গোলের দেখাই পায়নি। অবশ্য দু'দল গোল প্রচেষ্টার পাশাপাশি রক্ষণভাগ সামলে রাখার চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। কেউ কাউকে বিন্দু মাত্র ছাড় দেয়নি। যে কারণে হার-জিত কোনোটারই দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত অমীমাংসিত থেকে গিয়েছেন ম্যানইউ-ম্যানসিটির মধ্যে হওয়া ম্যাচ। এতে সোশ্যায়ারের মাঠ থেকে গোল শূন্য নিয়েই ফিরতে হয়েছে কোচ পেপ গুয়ার্দিওয়ালার ম্যানসিটিকে।
একটি মন্তব্য পোস্ট করুন