পুবের কলম ওয়েব ডেস্কঃপ্রতিপক্ষ ওয়েস্টহ্যামের মাঠে ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে ম্যানইউ। যদিও দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিট থেকে শুরু করে ৭৮ মিনিট পর্যন্ত পর পর তিনটি গোল করে ওয়েস্টহ্যামকে ইংলিশ প্রিমিয়ার লিগ ৩-১ ব্যবধানে উড়িয়ে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এই ম্যাচের মাধ্যমে প্রায় ৯ মাস পর ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে ফেরে দর্শক। স্বাস্থ্যবিধি মেনে দুই হাজার দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল। ঘরের মাঠে ৯ মিনিটে জ্যারড বোয়েন গোল করলেও অফসাইডের কারণে তা পায়নি ওয়েস্ট হ্যাম। তবে ৩৮ মিনিটে এগিয়ে যায় তারা। কর্নারে ডেকলান রাইসের হেডের পর টমাস সুসেকের ফ্লিক, গোওওল (১-০)। দ্বিতীয়ার্ধের শুরুতে কাভানির জায়গায় রাশফোর্ড ও ডনি ফন ডি বিকের বদলে ব্রুনো ফার্নান্দেজকে মাঠে নামান ম্যানইউর কোচ। ৬৫ মিনিটে দারুণ এক গোলে ম্যানইউকে সমতায় ফেরান পগবা। এর তিন মিনিট পরই দলকে এগিয়ে নেন গ্রিনউড। ৭৮ মিনিটে ব্যবধান বাড়িয়ে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন রাশফোর্ড। এই জয়ে ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যানইউ।
একটি মন্তব্য পোস্ট করুন