২১টি গণসংগঠনের বাবরি মসজিদ স্মরণে কলকাতার রাজপথে। ছবি:সন্দীপ সাহা |
পুবের কলম প্রতিবেদক: ‘৬ ডিসেম্বর প্রতিদিন, প্রতিদিন- এ দেশে প্রতিদিন’ এই স্লোগান তুলে বাবরি মসজিদ ধ্বংসে অভিযুক্তদের শাস্তির দাবিতে রবিবার রাজপথে নামল বিভিন্ন গণসংগঠন(অসংগঠিত ক্ষেত্র সংগ্রামী মঞ্চ,এপিডিআর, নবপর্যায়, বস্তিবাসী শ্রমজীবী অধিকার রক্ষা কমিটি,বন্দিমুক্তি কমিটি, হকার সংগ্রাম কমিটি,সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক মঞ্চ,পিডিএসএফ,নো এনআরসি মুভমেন্ট,আরএসএফ)। এদিন পোস্টার,প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে রামলীলা ময়দান থেকে পার্কসার্কাস ময়দান পর্যন্ত যৌথভাবে প্রতিবাদ মিছিলে সামিল হন সংগঠনের সদস্যরা। পার্ক সার্কাস ময়দানের সামনে এই প্রতিবাদ সভায় কবিতা,গান,বক্তব্যের মাধ্যমে প্রতিবাদীরা আরএসএস ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হন। ৫০০ বছরের পুরোনো বাবরি মসজিদ ধ্বংসের পর বিজেপি সরকারের অগনতান্ত্রিক কার্যকলাপ নিয়ে বক্তব্য রাখা হয়। দেশজুড়ে আলোড়ন সৃষ্টিকারী কৃষক আন্দোলনের ইতিবাচক দিকের প্রসঙ্গও উঠে আসে এদিনের সভায়। এদিনের এই প্রতিবাদ কর্মসূচীতে উপস্থিত ছিলেন মুরাদ হোসেন,সুজাত ভদ্র, রতন বসু সহ বিভিন্ন গণসংগঠনের সদস্যরা। আলিয়া বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্র আবুল হাসানের মতো অনেকেই এদিন স্বতস্ফুর্তভাবে এই প্রতিবাদসভায় অংশগ্রহণ করেন। আবুল হাসান জানান, তিনি কোনও সংগঠনের সঙ্গে যুক্ত নন, সোশ্যালমিডিয়া থেকে এই কর্মসূচীর কথা তিনি জানেন। তাঁর মনে হয়, যেভাবে দেশের গণতান্ত্রিক পরিবেশকে বিঘ্নিত করার অপচেষ্টা চলছে, তাতে এ ধরনের উদ্যোগ আরও প্রয়োজন।
একটি মন্তব্য পোস্ট করুন