দেবশ্রী মজুমদার, রামপুরহাট, ০২ ডিসেম্বর: রামপুরহাট মহকুমা যাত্রী সঙ্ঘের উদ্যোগে রামপুরহাট রেলওয়ে স্টেশনে মাস্ক বিলি করা হলো।
বুধবার থেকে রেল চলাচল শুরু হওয়ায় খুশির হাওয়া রামপুরহাট বাসীর মনে। রেলওয়ে পরিষেবার সাথে যুক্ত অনেক মানুষ যারা বেকার হয়ে বসেছিলেন, তাঁরা এবার স্বাভাবিক জীবন যাপনে ফিরতে পারবেন। এদিন রামপুরহাট ১ নং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ডাউন সাহেবগঞ্জ - বর্ধমান ট্রেনে যাত্রীদের মাস্ক বিলি করে সচেতন করা হয় মহকুমা যাত্রী সঙ্ঘের উদ্যোগে। যাত্রী সঙ্ঘের পক্ষে ঝন্টু সেন ও চিত্ত রঞ্জন দত্তরা বলেন, মাস্ক সরবরাহ করে মানুষকে সচেতন করা হলো। যাত্রী সঙ্ঘের পক্ষে রেল চলাচল স্বাভাবিক করার জন্য প্রথম স্মারকলিপি জমা দেওয়া হয় রেলওয়ে কর্তৃপক্ষকে। রেলওয়ে পরিষেবা স্বাভাবিক হওয়ায়, মানুষ খুব খুশি। তবে ট্রেনের সংখ্যা বাড়লে, মানুষ আরও খুশি হবে।
যাত্রী রিঙ্কি খাতুন ও রফিক সেখরা জানান, রেলওয়ে পরিষেবা চালু হওয়ায় তাঁরা খুব খুশি। আগে বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছিল। এখন সেই অসুবিধা দূর হলো।
একটি মন্তব্য পোস্ট করুন