পুবের কলম প্রতিবেদকঃশোনা যাচ্ছে, শীঘ্রই দেওলিয়া হতে চলেছে বার্সেলোনা ফুটবল ক্লাব। সামনের জানুয়ারি মাসে মেসি সহ দলের বাকি ফুটবলারদের বেতন দেওয়ার মতো টাকা নেই ক্লাবের হাতে। কিছুদিন আগে প্রাক্তন বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ আমলে শোনা যাচ্ছিল, দেউলিয়া হওয়ার মুখে ক্লাব। প্রথমে এটি গুঞ্জন মনে হলেও, এখন সেটা বাস্তব মনে হচ্ছে অনেকের। স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, প্রাক্তন বার্সা সভাপতি বার্তোমেউ দায়িত্বে থাকতে ক্লাবটির বিশৃঙ্খল আর্থিক নীতির কারণে এ অবস্থা। এই অবস্থায় বার্সার ব্যবস্থাপনা কমিটির সভাপতি কার্লেস তুসকেতস জানালেন, গত আগস্টে লিওনেল মেসি বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন, সেই সময় তাকে বিক্রি করে দিলে ক্লাবের অবস্থা এমন হতো না।বিশ্বের সবচেয়ে দামি স্কোয়াড বার্সেলোনার। কিন্তু করোনা মহামারির মাঝে ক্লাবের আয়ের পথ প্রায় বন্ধ হয়ে যায়। এ কারণেই বিপাকে পড়েছে ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের বর্তমান অবস্থার কথা জানিয়ে তুসকেতস বলেন, 'আমাদের দেউলিয়াত্ব এখন এতটাই যে জানুয়ারিতে সবার বেতন দেওয়ার সামর্থ্য নাও হতে পারে।'
একটি মন্তব্য পোস্ট করুন