পুবের কলম ওয়েব ডেস্কঃ মেট্রো যাত্রীদের জন্য খুশীর খবর । বাড়ানো হচ্ছে মেট্রো সংখ্যা । সাথে মেট্রো চলাচলের সময়ও বাড়ছে।হ্যাঁ মেট্রো সুত্রে পাওয়া খবর অনুযায়ী জানা গেছে যে আগামী সোমবার থেকে সকাল ৭ টা থেকে রাত ১০ টা ৩০ মিনিট অবধি মেট্রোয় সফর করতে পারবেন।কবি সুভাষ কিংবা নোয়াপাড়া উভয় জায়গা থেকেই প্রথম এবং শেষ মেট্রো যথাক্রমে সকাল সাতটা এবং রাত সাড়ে দশটা । তবে দমদম স্টেশন থেকে রাত ৯ টা ৩০ মিনিটে শেষ মেট্রো ছাড়বে বলে খবর। পাশাপাশি মেট্রো সংখ্যা বেড়ে ২০৪ হওয়ায় খুশী মেট্রো যাত্রীরা।
এছাড়াও সকাল ৭টা থেকে ৮ টা এবং রাত ৮ টা থেকে ১০ টা এই সময়সীমায় আর লাগবে না ই-পাস।
একটি মন্তব্য পোস্ট করুন