পুবের কলম প্রতিবেদকঃ১২৩ তম আইএফএ শিল্ডে মোহামেডানে দৌড় থেমে গেল সেমিফাইনালেই। স্নো লেপার্ড দের শিকারে একেবারে পর্যদস্তু হতে হলো সাদা-কালোকে। রিয়াল কাশ্মীরের কাছে কাছে ৪-০ গোলে হেরে শিল্ড থেকে বিদায় নিল তারা।
বুধবার শিল্ডের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলো মোহামেডান ও রিয়াল কাশ্মীর। শুরু থেকেই সাদাকালোর ফুটবলারদের ওপর জাকিয়ে বসে কাশ্মীরের ঝোড়ো ফুটবল। তবু প্রথমার্ধ গোল শূন্য রাখতে সক্ষম হয় তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে কাশ্মীরের নাইজেরি়ায় ফুটবলার লুকমান হ্যাটট্রিক করে দলের জয় নিশ্চিত করেন। শেষে আরও একটি গোল করে মোহামেডানের কফিনের শেষ পেরেক টি পোতেন কাশ্মীরের কোচের ছেলে এম রমার্টসন।
অপর ম্যাচে ইউনাইটেড স্পোর্টসকে ১-২ গোলে হারিয়ে দেয় জর্জ টেলিগ্রাফ। ফলে শিল্ডের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল কাশ্মীর ও জর্জ টেলিগ্রাফ।
একটি মন্তব্য পোস্ট করুন