পুবের কলম ওয়েব ডেস্কঃ কৃষক পরিবারের প্রায় ২০০০ মহিলা কৃষি আন্দোলনকারীদের সঙ্গেযোগ দিতে পাঞ্জাবের সিন্ধু সীমান্তে পৌঁছতে পারে। একটি আঞ্চলিক দৈনিকে এই খবর জানিয়ে বলা হয়, পঞ্জাবের বিভিন্ন অঞ্চল থেকে আসা মহিলাদের জন্য আলাদা তাঁবু, লঙ্গর এবং অতিরিক্ত শৌচালয়েরও বন্দোবস্ত করা হচ্ছে।
বিভিন্ন রাজ্য থেকে আসা কৃষকরা সেপ্টেম্বর পাস হওয়া তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লির পাশেই সিন্ধু, টিকরি এবং গাজিপুর সীমান্তে দু’সপ্তাহ ধরে অবস্থান করছে। এ কারণে অনেকগুলি রাস্তাই বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা যাতে না হয় তার জন্য বিকল্প পথে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, সিন্ধু,আউচান্দি,পায়া মানিয়ারি,সবোলি এবং মঙ্গেশ সীমান্ত বন্ধ রয়েছে। সেকারণেই লামপুর সফিয়াবাদ এবং সিন্ধু স্কুল টোল ট্যাক্স সীমান্ত দিয়ে বিকল্প পথে যাতায়াত করার জন্য জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে।
উল্লেখ্য, সোমবার সিন্ধু সীমান্তে ৩২টি কৃষক ইউনিয়নের নেতৃত্ববৃন্দকে একদিনের অনশন পালন করতে দেখা যায়।
একটি মন্তব্য পোস্ট করুন