পুবের কলম প্রতিবেদন: রাজ্যে ক্রমশ করোনা সংক্রমণ কমছিল, শহর কলকাতায় যদিও সংক্রমণ বেশি তবুও কনটেনমেন্ট জোন বা অতি-সংক্রমণযুক্ত এলাকার সংখ্যা নেমে এসেছিল মাত্র একটিতে। এবার ফের বাড়ল কনটেনমেন্ট জোনের সংখ্যা। নতুন তালিকায় যুক্ত হয়েছে মোট পাঁচটি জোন। মঙ্গলবার নতুন করে তালিকা প্রকাশ করেছে কলকাতা পুরনিগম। পুরনিগমের ঘোষণানুসারে এই মুহূর্তে কলকাতায় ২০ নম্বর বালিগঞ্জ সার্কুলার রোডের একটি বহুতল, ১০/১, রোল্যান্ড রোডের একটি অংশ, ৩৮বি,এলগিন রোডের একাধিক ফ্ল্যাট, ৩৭ নম্বর ডায়মন্ড হারবার রোডের একাধিক ফ্ল্যাট ও বালিগঞ্জ ফাঁড়ির কাছে ২৩এ, আশুতোষ চৌধুরি অ্যাভিনিউ-এর কয়েকটি ফ্ল্যাট কনটেনমেন্ট জোন।
একটি মন্তব্য পোস্ট করুন