মুম্বই, ১১ নভেম্বরঃ দেশের ধনীতম ব্যবসায়ী মুকেশ আম্বানি দাদু হলেন । শুক্রবার মুকেেশর পুত্র-পুত্রবধূ আকাশ-শ্লোকের ঘরে জন্ম নিল পুত্র সন্তান। ২০১৯ সালের ৯ মার্চ তাঁদের বিয়ে হয়। অম্বানি পরিবারের এই বিয়ের আড়ম্বর দেশ-দুনিয়ায় চর্চার বিষয় হয়ে উঠেছিল। অম্বানি পরিবারের পক্ষে জানানো হয়, ‘ভগবান কৃষ্ণের কৃপায় ও আর্শিবাদে শ্লোক-আকাশ আজ মুম্বইয়ে একটি পুত্র সন্তানের বাবা-মা হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। ধীরুভাই আম্বানি ও কোকিলাবেন আম্বানির প্রপৌত্রকে নিয়ে খুবই উচ্ছ্বসিত আম্বানি দম্পতি। পরিবারে নতুন সদস্য আসায় মেহতা এবং আম্বানি পরিবারে উৎসবের মেজাজ।
একটি মন্তব্য পোস্ট করুন