পুবের কলম প্রতিবেদকঃ প্রখ্যাত সংগীত শিল্পী এ আর রহমানের মুকুটে আরও একটি নতুন পালক। অস্কার,গ্র্যামি সহ অজস্র পুরস্কার পেয়েছেন এই সুরের জাদুকর। আর এবার ‘দ্য ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড’ (বাফটা)-এর ভারতীয় বিভাগের ‘বাফটা ব্রেকথ্রু ইন্ডিয়া’র অ্যাম্বাসাডর হলেন তিনি। এই প্রসঙ্গে রহমান বলেন, ‘ভারত থেকে ফিল্ম, টেলিভিশন ও খেলাধুলায় নজর কাড়তে পারে বাফটার সঙ্গে এমন সব অসাধারণ প্রতিভা অন্বেষণের কাজ করতে পেরে আমি আনন্দিত।’ রহমান আরও বলেন, উদীয়মান নতুন শিল্পীদের কাছে এভাবে একটি বিশ্ববিখ্যাত সংস্থার সাহায্য পাওয়া একটা বিরাট সুযোগ। শুধুমাত্র বিশ্বের অন্যান্য প্রতিভাবানদের সঙ্গে যোগাযোগ তৈরি হওয়াই নয়, বাফটা জয়ী ও মনোনীতদের পরামর্শ ও প্রশিক্ষণ পাওয়ারও সুযোগ রয়েছে। আমি এটা দেখতে উদ্গ্রীব যে, ভারত থেকে এমন অসাধারণ প্রতিভা বাছা হচ্ছে যারা আন্তর্জাতিক মঞ্চ দাপিয়ে বেড়াচ্ছে।’ উল্লেখ্য, ফিল্ম, টেলিভিশন, স্পোর্টস প্রভৃতি ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভা অন্বেষণ করে বাফটা। ভারত থেকে প্রতিভা অন্বেষণের জন্য তারা বাফটা ব্রেকথ্রু ইন্ডিয়া ইনিসিয়েটিভ চালু করেছে। এরই অ্যাম্বাসাডর করা হয়েছে রহমানকে। বাফটার মুখ্য কার্যকরী আধিকারিক আমান্ডা বেরি বলেন, ‘আমাদের অ্যাম্বাসাডর এ আর রহমানের অমূল্য সমর্থনের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। নিজের অসাধারণ উদ্ভাবনী কাজের মাধ্যমে রহমান নিজেই একজন ইন্ডাস্ট্রি। রহমান এমন একজন মানুষ যিনি নতুন প্রতিভা খুঁজে বের করার ক্ষেত্রে আমাদের সঙ্গে আবেগ ভাগাভাগি করে নেন। তিনি তাঁর কাজের এই বিপুল বিস্তৃতির মাধ্যমে বাফটার এই উদ্যোগকে ফলপ্রসূ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন। হিন্দি থেকে শুরু করে তামিল-তেলেগু চলচ্চিত্রে তাঁর এই সুদূরপ্রসারী কাজ যেভাবে স্বীকৃত হয়েছে তা বাফটাকে সাহায্য করবে যা ইন্ডাস্ট্রির আরও পরিচিতি গড়ে তুলতে।’
একটি মন্তব্য পোস্ট করুন