নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর : মহামারী আটকাতে তিনি বারবার পরামর্শ দিয়েছেন সতর্ক থাকার। মাস্ক ব্যবহার করার। কিন্তু আম আদমি পার্টির (আপ) শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, মাস্ক পড়তে বেজায় আপত্তি স্বয়ং প্রধানমন্ত্রীরই। সমালোচনা করার সুযোগ হাতছাড়া করেনি আপ।
টুইটারে প্রধানমন্ত্রীর ওই ভিডিওটি শেয়ার করেছে অরবিন্দ কেজরিওয়ালের দল। যা ইতিমধ্যেই ভাইরাল। ঠিক কী দেখা যাচ্ছে এই ভিডিওতে? ভিডিওতে দেখা যাচ্ছে এক মেলায় হস্তশিল্পের স্টলের পাশ দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। স্বেচ্ছাসেবী নমো কে মাস্ক দিতে চাইলে তিনি তা প্রত্যাখ্যান করে দেন। এমন কী তার হাতে মাস্ক তুলে দেয়া হলেও, তিনি তা নামিয়ে রেখে দেন। পরিবর্তে হাত নেড়ে ইশারা করে বুঝিয়ে দেন তিনি মাস্ক টি নিতে চাইছেন না। এরপর অবশ্য তিনি দেখতে শুরু করেন স্টলের অন্যান্য শিল্প সামগ্রী।
টুইটারে ভিডিওটি শেয়ার করে আম আদমি পার্টি। ক্যাপশনে লেখা, "মাস্ক পড়ুন, মোদিজির মতন হবেন না।" প্রধানমন্ত্রীর কোন কোন নেটিজেন মাস্ক পড়ার জন্য কটাক্ষ করেছে। কেউ আবার সমালোচনা করেছে আম আদমি পার্টি কে।
একটি মন্তব্য পোস্ট করুন