পুবের কলম প্রতিবেদক: বড়দিনের আগেই দক্ষিণেশ্বর মেট্রোর প্রথম ট্রায়াল রান হল বুধবার। এদিন সকাল সাড়ে ১০.৩০ টায় নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো চালানো হয়। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পৌঁছাতে সময় লাগে মাত্র ৮ মিনিট। ট্রায়াল রানের সময় মেট্রোয় ছিলেন জেনারেল ম্যানেজার মনোজ জোশী এবং অন্যান্য আধিকারিকরা। অন্যদিকে, বড়দিনে যাত্রীচাপ কমাতে ১২ টি মেট্রো বাড়িয়ে মোট ২১৬ টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সেইসঙ্গে, দুপুর ৩ টে থেকে রাত ৮ টা পর্যন্ত ই-পাসে ছাড় থাকবে বলেও জানানো হয়েছে।
এদিন মেট্রোর ট্রায়াল স্বাভাবিকই ছিল বলে কর্তৃপেক্ষর তরফে জানানো হয়েছে। জেনারেল ম্যানেজার মেট্রোয় চড়ে নোয়াপাড়া থেকে দিক্ষণেশ্বর পৌঁছান বরাহনগর হয়ে। তিনি দিক্ষণেশ্বরে পৌঁছানোর পর প্লাটফর্ম ঘুরে দেখেন। পাশাপাশি, প্রবেশ ও বাইরের পথ এসকেলেটর প্রভৃতি ঘুরে দেখেন। রেলওয়ে সেফটি কমিশনারের সবুজ সংকেত মিললেই এই নয়া রুটে যাত্রী নিয়ে মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে। মেট্রো সূত্রে জানা গিয়েছে– দিক্ষণেশ্বর মেট্রো স্টেশনটিই আপাতত কলকাতার সবচেয়ে উঁচু মেট্রো স্টেশন। যার উচ্চতা ৫৫ ফুটের কিছু বেশি। হলুদ রঙের এই স্টেশনের চারটি চূড়া দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি। বরহানগর স্টেশনের টিকিট কাউন্টারের গা ঘেষে এই মেট্রো স্টেশনটি তৈরি করা হয়েছে। কবি সুভাষ থেকে দি ক্ষণেশ্বর স্টেশন পর্যন্ত মেট্রোর ভাড়া ৩০ টাকা করা হয়েছে। এটাই কলকাতায় মেট্রোর সর্বোচ্চ ভাড়া। মেট্রো সূত্রে জানা গিয়েছে, এই রুটে ঘন্টায় সর্বোচ্চ ৫৫ কিলোমিটার গতিতে চলবে মেট্রো। কর্তৃপেক্ষর আশা এরফলে সহজেই পূণার্থিরা মন্দির দর্শন করতে পারবেন। তাদের যানজটের কবলে পড়তে হবে না।
একটি মন্তব্য পোস্ট করুন